নবছায়া কর্তৃক আয়োজিত মাসিক কুইজ প্রোগ্রাম - ২০২৪ সফলভাবে সম্পন্ন
নবছায়া কর্তৃক আয়োজিত মাসিক কুইজ প্রোগ্রাম - ২০২৪ অত্যন্ত সাফল্যের সাথে অনুষ্ঠিত হয়েছে। এই প্রোগ্রামটি নবছায়ার শিক্ষামূলক ও সাংস্কৃতিক কার্যক্রমের ধারাবাহিকতায় একটি গুরুত্বপূর্ণ মাইলফলক হিসেবে বিবেচিত। শিক্ষার্থীদের জ্ঞানচর্চা, প্রতিযোগিতামূলক মনোভাব ও বুদ্ধিমত্তা বিকাশে এই কুইজ প্রোগ্রামটি বিশেষ ভূমিকা পালন করেছে।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নবছায়ার সভাপতি ইঞ্জিনিয়ার মির্জা সুমন, সাধারণ সম্পাদক মো. ইমরানুল হক (উপজেলা পরিসংখ্যান অফিস), এবং নবছায়ার Executive Committee-এর অন্যান্য সদস্যবৃন্দ। তাদের সক্রিয় অংশগ্রহণ ও সমর্থন প্রোগ্রামটিকে সফলভাবে বাস্তবায়িত করতে সহায়তা করেছে।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন যাত্রাপুর আশরাফ কামিনী উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষীকা জনাবা রাশিদা আক্তার এবং সৈয়দ তৈয়বুর রহমান। তাদের উপস্থিতি অনুষ্ঠানের গুরুত্ব বাড়িয়ে দেয় এবং প্রতিযোগীদের মধ্যে উৎসাহ উদ্দীপনা সৃষ্টি করে।