post-image

নতুন কর্মসূচি ঘোষণা করলো বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন

নতুন কর্মসূচি ঘোষণা করেছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। আগামীকাল বৃহস্পতিবার (১ আগস্ট) ‘রিমেম্বারিং আওয়ার হিরোস’ কর্মসূচি পালন করবে তারা।

বুধবার (৩১ জুলাই) বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সহ-সমন্বয়ক রিফাদ রশিদের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই কর্মসূচি ঘোষণা করা হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, সারাদেশে ছাত্র-জনতার ওপর গণহত্যা, গণগ্রেফতার, হামলা, মামলা, গুম-খুন, শিক্ষকদের ওপর হামলার প্রতিবাদ, জাতিসংঘ কর্তৃক তদন্তপূর্বক বিচারের ও ছাত্র সমাজের ৯ দফা দাবি আদায়ের লক্ষ্যে আগামীকাল বৃহস্পতিবার এই কর্মসূচি পালন করা হবে। এসব ঘটনার প্রতিবাদে এদিন মৌন মিছিল, মশাল মিছিল, পথনাটক, মঞ্চনাটক, প্রতিবাদী গানের আসরের আয়োজন করা হবে।

এতে আরও বলা হয়, কর্মসূচিতে শহীদ ও আহতদের নিয়ে পরিবার ও সহপাঠীদের স্মৃতিচারণ, চিত্রাংকন বা গ্রাফিতি, ফেস্টুন তৈরি, ডিজিটাল পোট্রের্ট তৈরি ও দেয়াল লিখন করা হবে। এছাড়া হ্যাশট্যাগ ব্যবহারের মাধ্যমে অনলাইন ও অফলাইনে প্রচারের কথাও বলা হয় বিজ্ঞপ্তিতে। শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবকসহ সকল শ্রেণি পেশার মানুষকে এই কর্মসূচিতে অংশ্রহণের আহ্বানও জানানো হয়।