post-image

নবছায়ার সীরাত পাঠ প্রতিযোগিতা ২০২৫: মাদরাসা শাখার ফলাফল প্রকাশ ও পুরস্কার বিতরণ

 নবছায়ার উদ্যোগে আয়োজিত সীরাত পাঠ প্রতিযোগিতা – ২০২৫ এর মাদরাসা শাখার ফলাফল প্রকাশ ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান যাত্রাপুর তানজীমুল মিল্লাত দাখিল মাদ্রাসায় অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে শুভ সূচনা করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নবছায়ার সভাপতি ইঞ্জিনিয়ার মির্জা সুমন।


অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তানজীমুল মিল্লাত দাখিল মাদ্রাসার সুপার, যাত্রাপুর এ.কে উচ্চ বিদ্যালয়ের সাবেক শিক্ষক হাবিবুর রহমান, সৈয়দ তৈয়বুর রহমান, ইউনিয়ন পরিষদের সদস্য বাবুল ভূঁইয়া, সৈয়দ সিরাজ এবং মাদরাসার অন্যান্য সম্মানিত শিক্ষকবৃন্দ।

অতিথিবৃন্দ তাঁদের বক্তব্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-এর জীবন থেকে শিক্ষা গ্রহণ করে শিক্ষার্থীদের চরিত্র গঠন ও নৈতিক উৎকর্ষ সাধনের গুরুত্ব তুলে ধরেন। তাঁরা বলেন, সীরাত শিক্ষা শুধুমাত্র একটি প্রতিযোগিতার বিষয় নয়, বরং এটি জীবনের সর্বস্তরে অনুসরণীয় আদর্শ। নবীজীর জীবনের আদর্শকে অনুসরণ করলেই একজন মানুষ উত্তম চরিত্রের অধিকারী হতে পারে।


অনুষ্ঠানে পরবর্তী কুইজ প্রতিযোগিতার প্রশ্ন ও উত্তর ঘোষণা করা হয়। শেষে সীরাত পাঠ প্রতিযোগিতায় অংশগ্রহণকারী শিক্ষার্থীদের মধ্য থেকে সর্বোচ্চ নম্বরপ্রাপ্ত বিজয়ীদের নাম ঘোষণা করে তাঁদের হাতে পুরস্কার ও সম্মাননা তুলে দেওয়া হয়।

নবছায়ার পক্ষ থেকে জানানো হয়, শিক্ষার্থীদের নৈতিক ও মূল্যবোধ ভিত্তিক শিক্ষায় উদ্বুদ্ধ করতে ভবিষ্যতেও এমন আয়োজন নিয়মিতভাবে অব্যাহত থাকবে।