post-image

নবছায়ার পক্ষ থেকে সীরাত কুইজ প্রতিযোগিতা - ২০২৫

নবছায়ার পক্ষ থেকে সফলভাবে আয়োজন করা হয়েছে সীরাত কুইজ প্রতিযোগিতা - ২০২৫।

এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছে –

📍 যাত্রাপুর তানজীমুল মিল্লাত দাখিল মাদ্রাসা

📍 যাত্রাপুর এ.কে উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীরা

যাত্রাপুর এ.কে উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক, সহকারী প্রধান শিক্ষিকা, যাত্রাপুর তানজীমুল মিল্লাত দাখিল মাদ্রাসার সুপার এবং সকল শিক্ষকদের আন্তরিক সহযোগিতার কারণে আমরা প্রতিযোগিতাটি সুন্দরভাবে সম্পন্ন করতে সক্ষম হয়েছি।

প্রতিযোগিতার নিয়ম অনুযায়ী সর্বোচ্চ নম্বর অর্জনের ভিত্তিতে স্কুল থেকে ১০ জন এবং মাদ্রাসা থেকে ১০ জন শিক্ষার্থীকে বিজয়ী নির্বাচন করে শীঘ্রই সম্মাননা ও পুরস্কার প্রদান করা হবে।

আজকের শিক্ষার্থীরাই আগামী দিনের নেতৃত্বের আসনে বসবে। তাই শিশু-কিশোরদের মাঝে ইসলামী ইতিহাস ও সীরাত চর্চা ছড়িয়ে দেওয়া অত্যন্ত জরুরি। সীরাত শিক্ষার মাধ্যমে একজন শিক্ষার্থী শুধু ধর্মীয় জ্ঞানই অর্জন করে না, বরং মানবতা, নৈতিকতা, শৃঙ্খলা ও সহমর্মিতার পাঠও গ্রহণ করে। আমরা বিশ্বাস করি, জ্ঞানভিত্তিক প্রজন্মই একটি সৎ, ন্যায়নিষ্ঠ ও উন্নত সমাজ গঠনের মূল চাবিকাঠি। এ ধরনের প্রতিযোগিতা শিক্ষার্থীদের আত্মবিশ্বাস বাড়ায় এবং তাদেরকে আদর্শ নাগরিক হিসেবে গড়ে ওঠার অনুপ্রেরণা জোগায়।

নবছায়া সবসময়ই চেষ্টা করে যাচ্ছে সমাজে ইতিবাচক পরিবর্তন আনার জন্য শিক্ষার্থীদেরকে যুক্ত করতে এবং তাদের প্রতিভা বিকাশে সুযোগ করে দিতে।

আসুন, আমরা সবাই মিলে আগামী প্রজন্মকে সঠিক শিক্ষা, নৈতিকতা ও মূল্যবোধে গড়ে তুলতে একসাথে কাজ করি।